Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ নভেম্বর ২০২১

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি মহোদয়ের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড-এর সৌজন্য সাক্ষাৎ


প্রকাশন তারিখ : 2021-10-11
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড।
১১ অক্টোবর ২০২১ তারিখ সোমবার গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে তারা বন্ধুপ্রতীম দুই দেশের প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় প্রতিরক্ষা খাতসহ দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সুইজারল্যান্ডের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ উল্লেখ করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। রাষ্ট্রদূতের সাথে সুইজারল্যান্ডের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাশে কর্ণেল ফ্রানকোয়েস গ্যারোক্স এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডকে এ মন্ত্রণালয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত দপ্তর কক্ষ (বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর) ঘুরে দেখান সিনিয়র সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসিআরও