Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জানুয়ারি ২০২১

বাংলাদেশ জরিপ অধিদপ্তর

বাংলাদেশ জরিপ অধিদপ্তর বাংলাদেশের জাতীয় মানচিত্র প্রণয়নকারী প্রতিষ্ঠান। এই অধিদপ্তর বিভিন্ন স্কেলে বাংলাদেশের টপোগ্রাফিক মানচিত্র প্রণয়ন, জিওগ্রাফিক্যাল ও পলিটিক্যাল মানচিত্র প্রণয়ন, জিওডেটিক কন্ট্রোল নেটওয়ার্ক স্থাপন ও ব্যবস্থাপনা, আকাশ আলোকচিত্র ধারণ ও সংরক্ষণ, গড় সমূদ্র সমতল নির্ণয় ইত্যাদি দায়িত্বে নিয়োজিত। বাংলাদেশ-ভারত (মিজোরাম) অংশ ও বাংলাদেশ-মিয়ানমার অংশের আন্তর্জাতিক সীমানা জরিপের দায়িত্বও এ অধিদপ্তরের উপর ন্যস্ত। সকল প্রকার জরিপের মান নিয়ন্ত্রণ ও জরিপ কাজের তত্ত্বাবধায়ক হিসাবে বাংলাদেশ জরিপ অধিদপ্তর দায়িত্ব পালন করে থাকে। অত্র অধিদপ্তর থেকে সড়ক ও রেলপথ নির্মাণ, রপ্তানী প্রক্রিয়াজাতকরণ এলাকা নির্মাণ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ সকল উন্নয়ন প্রকল্পের জন্য সর্বশেষ তথ্য সংবলিত আধুনিক ডিজিটাল মানচিত্র, আকাশ আলোকচিত্র, ভূ-উপাত্ত, ডিজিটাল এলিভেশন মডেল (DEM) ও জরিপ সহযোগিতা প্রদান করা হয়ে থাকে। সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জলবায়ু পরিবর্তন রোধ, কৃষি সম্প্রসারণ, বন সংরক্ষণ, ব্লু-ইকনমি, সমুদ্র উপকূলে জেগে উঠা নতুন চর সংরক্ষণ ইত্যাদি কাজে সর্বশেষ তথ্য সংবলিত আধুনিক ডিজিটাল মানচিত্র, আকাশ আলোকচিত্র, ভূ-উপাত্ত ও জরিপ সহযোগিতা প্রদান করে অধিদপ্তর দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা পালন করে। দেশের সামগ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য সর্বশেষ তথ্য সংবলিত  আধুনিক ডিজিটাল মানচিত্র, আকাশ আলোকচিত্র, ভূ-উপাত্ত ও জরিপ সহযোগিতাও অধিদপ্তর থেকে প্রদান করা হয়ে থাকে। এ অধিদপ্তর বিভিন্ন ব্যক্তি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ম্যাপ, আকাশ অলোকচিত্র ও ভূ-উপাত্ত সরবরাহ করে দেশের সামগ্রিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। বর্তমানে ১:২৫,০০০ স্কেলের বেইজ ম্যাপের ৯৮০ টি শীটের ডিজিটাল পদ্ধতিতে নিয়মিত সংস্করণ কাজ চলমান রয়েছে।    বিস্তারিত পড়ুন....