বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন,ওএসপি জিইউপি,এনএসডব্লিউসি,পিএসসি(বিডি/৭৯৬৯),জিডি(পি)-কে প্রতিরক্ষা-বাহিনীসমূহের প্রধানদের(নিয়োগ,বেতন,ভাতা ও অন্যান্য সুবিধা) আইন,২০১৮ অনুসারে ১১ জুন ২০২৪ তারিখ (অপরাহ্ন) এয়ার মার্শাল পদবীতে পদোন্নতি প্রদানপূর্বক উক্ত তারিখ (অপরাহ্ন)থেকে ০৩(তিন) বৎসরের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।